মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচন উইসকনসিনে ভোট পুনঃগণনায় যোগ দিল ক্লিনটন শিবির

27/11/2016 10:34 amViews: 8
মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচন
উইসকনসিনে ভোট পুনঃগণনায় যোগ দিল ক্লিনটন শিবির
 
উইসকনসিনে ভোট পুনঃগণনায় যোগ দিল ক্লিনটন শিবির
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনঃগণনার জন্য আবেদন জমা পড়েছে উইসকনসিন রাজ্যের নির্বাচন কমিশন অফিসে। আর এবার ভোট পুনঃগণনায় ডেমোক্রেটরা অংশ নেবে বলে জানালেন হিলারি ক্লিনটেনর ক্যাম্পেইনের সঙ্গে জড়িত এক আইনজীবী।
উইসকনসিন রাজ্যে খুব কম ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণেই এই রাজ্যে ভোট পুনঃগণনার জন্য আবেদন করেছেন  গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদ প্রার্থী জিল স্টেইন। জানা যায় জিল স্টেইন উইসকনসিন রাজ্যের পাশাপাশি মিশিগান ও পেনসিলভানিয়ায় ভোট পুনঃগণনার জন্যও আবেদন করবেন।
এই তিন রাজ্যে ভোটের ফলাফল পাল্টে গেলে পাল্টে যাবে পুরো প্রেসিডেনশিয়াল নির্বাচনের ফলাফল।
এদিকে উইসকনসিনে ভোট পুনঃগণনার এই আবেদনকে ‘ধাপ্পাবাজি’ হিসেবে বর্ণনা করেছেন নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত এই প্রেসিডেন্ট জানান, পাবলিক ফান্ড থেকে ভোট পুনঃগণনার জন্য অর্থ সংগ্রহ করে নিজ অর্থভাণ্ডার সমৃদ্ধ করতে ড. স্টেইন এই কাজ করছে।
ট্রাম্প আরো বলেন, এই ফলাফলকে চ্যালেঞ্জ করা বা কটূক্তি করার বদলে তার প্রতি সম্মান জানানো উচিত।
এদিকে ক্লিনটনের ক্যাম্পেইনের জেনারেল কনসেল মার্ক ইলিয়াস জানান, ভোটের ফলাফল আরো একবার যাচাই করে দেখছি আমরা। ভোট চুরির কোন বিষয় ঘটেছে কিনা তা বোঝার চেষ্টা করছি। তেমন কিছু হলে আমরা নিশ্চিতভাবেই আবারো আবেদন করব। বিবিসি।

Leave a Reply