মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন মাইক পম্পিও

27/04/2018 11:52 amViews: 4
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন মাইক পম্পিও
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন মাইক পম্পিও
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন মাইক পম্পিও। দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান পম্পিওর মনোনয়ন নিশ্চিত করেছে মার্কিন সিনেট। ডেমোক্র্যাটরা তার বিরোধিতা করলেও ৫৭-৪২ ভোটে জয় পান রিপাবলিকানরা। খবর বিবিসি’র
ট্রাম্প আমলে পম্পিও দ্বিতীয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন। এর আগের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে গত মাসে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দল। তবে তাদের সঙ্গে ডেমোক্র্যাট দলের ৬ জন যোগ দেন।
গতকাল বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাটরা পম্পিওর বিরোধিতা করে বলেন, তিনি মুসলিমবিরোধী হিসেবে পরিচিত। এছাড়া তার আরো সমস্যা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমেই বেলজিয়ামের ব্রাসেলসে যাচ্ছেন পম্পিও। তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিবেন। মনোনয়নের কয়েক ঘণ্টা পর গতকালই এই সফর উপলক্ষ্যে তার যুক্তরাষ্ট্র ছাড়ার কথা।

Leave a Reply