মার্কিন নৌবাহিনীর সাথে সঙ্ঘাতের পর ইরানের বিশাল সামরিক মহড়া
মার্কিন নৌবাহিনীর সাথে সঙ্ঘাতের পর ইরানের বিশাল সামরিক মহড়া
মার্কিন নৌবাহিনীর সাথে সঙ্ঘাতের পর সমুদ্র, স্থল ও আকাশে বিশাল সামরিক মহড়া চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ওমান সাগরে জ্বালানি তেল ট্যাঙ্কার দখল নিয়ে ইরানের ইসলামিক রেভুল্যাশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও মার্কিন নৌ-বাহিনীর মধ্যে সঙ্ঘাতের পরই বিশাল এ সামরিক মহড়ার আয়োজন করে ইরান।
রোববার ইরানের এ সামরিক মহড়া শুরু হয়। আশা করা হচ্ছে যে এর মাধ্যমে ইরানের সকল সেনা বিভাগের মধ্যে সমন্বয় সাধিত হবে। নৌযান, আর্মার্ড ভেইকল, বিভিন্ন প্রকারের জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এ সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ইরানের আক্রমণাত্মক ও রক্ষণাত্মক সক্ষমতা যাচাই করা হয়।
ইরানের সরকারি টেলিভিশনকে দেশটির সেনা বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বলেন, প্রায় ১০ লাখ কিলোমিটার এলাকা নিয়ে এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে এ সামরিক অনুশীলন হয়। এছাড়া স্থলভাগে সিস্তান-বেলুচিস্তান, হরমোজগান ও মারকানের উপকূলীয় এলাকায় এ সামরিক মহড়া হয়।
সূত্র : আল-জাজিরা