মার্কিন নির্বাচনে হ্যাকিং নিয়েই পুতিন-ট্রাম্পের প্রথম আলোচনা

08/07/2017 10:29 amViews: 13
মার্কিন নির্বাচনে হ্যাকিং নিয়েই পুতিন-ট্রাম্পের প্রথম আলোচনা
 
মার্কিন নির্বাচনে হ্যাকিং নিয়েই পুতিন-ট্রাম্পের প্রথম আলোচনা
এই প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় অংশ নিলেন দুই প্রতিদ্বন্দ্বী বিশ্বনেতা পুতিন ও ট্রাম্প। শুক্রবার জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের প্রাক্কালে দুই নেতা এক বৈঠকে অংশ নেন। মার্কিন ও রুশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, তাদের সে আলোচনার প্রায় পুরোটা জুড়েই ছিলো গত বছরের মার্কিন নির্বাচনে ‘রুশ হ্যাকিং হস্তক্ষেপ’ সংক্রান্ত অভিযোগের বিষয়টি।
তাদের এ মতবিনিময়কে ব্যাপক ‘জোরালো সম্ভাবনা’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলারসন। এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘মার্কিন নির্বাচনে রুশদের কোনো হস্তক্ষেপ ছিলোনা, পুতিনের এমন মন্তব্যকে এসময় মেনেও নেন ট্রাম্প।’ তবে টিলারসন বলেছেন, ‘ব্যাপারটি এখনো স্পষ্ট নয়, যেহেতু এই অভিযোগের বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে, তারপরও এই ঘটনাটি নিয়ে রুশদের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী একটি সমঝোতায় আসতে হবে।’
‘রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রথম সাক্ষাতেই হ্যাকিং সংক্রান্ত অভিযোগ অলোচনাতেই থেমে না থেকে ট্রাম্প অন্যান্য বিষয়গুলোকে এগিয়ে নেয়ার চিন্তায় রয়েছেন, তাই এসময় তিনি কোনো মতবিরোধেই যাননি’ বলেও জানান টিলারসন। জি-২০ সম্মেলনের আগে সাইডলাইনে প্রায় আড়াই ঘণ্টার মতো কথা বলেন পুতিন ও ট্রাম্প। এসময় অন্যান্য বিষয়ের মধ্যে তাদের আলোচনা হয়েছে- সাইবার নিরাপত্তাসহ বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সিরিয় যুদ্ধ পরিস্থিতি নিয়েও। বিবিসি ও সিএনএন।

Leave a Reply