মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বুধবার দেয়া ওই ঘোষণায় রাশিয়া বলে, মারিউপোলে মানবিক কার্যক্রম সফল করতে আমরা জাতিসংঘ ও রেড ক্রসের সঙ্গে সরাসরি কাজ করার প্রস্তাব দিচ্ছি। ইউক্রেনের সময় সকাল ১০ টায় এই মানবিক করিডোর খুলে দেয়া হবে। এটি মারিউপোল থেকে জাপোরিঝিয়া শহরে যাবে। এখনো ইউক্রেনের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি।
এর আগেও মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। তবে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় তা কার্যকরি হয়নি। রাশিয়ার বিরুদ্ধে জোরপূর্বক ইউক্রেনীয়দের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছিল।
এদিকে যুদ্ধের কারণে মারিউপোলের অবস্থা কেমন হয়েছে স্যাটেলাইট থেকে তোলা সেরকম কিছু ছবি প্রকাশ করেছে পৃথিবী পর্যবেক্ষণকারী কোম্পানি মাক্সার। এতে শহরের বিভিন্ন অংশে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থান এবং যুদ্ধ পরিচালনা উঠে এসেছে।