মায়ের ধূমপান হতে পারে সন্তানের সমকামী হওয়ার কারণ

25/01/2014 10:22 pmViews: 17

লন্ডন: গর্ভাবস্থায় মায়েদের আচরনের প্রভাব পড়ে সন্তানের উপর এমন কথা অনেকেরই জানা৷ তবে জানেন কী, গর্ভাবস্থায় ধুমপান করলে ভাবি সন্তানের সমকামী হওয়ার প্রভূত সম্ভাবনা থেকে যায়৷ এমনই কথা জানিয়েছেন বিখ্যাত নিউরো-বায়োলডিস্ট ডিক সওয়াব৷ তিনি তার সদ্য প্রকাশিত গ্রন্থে দাবি করেছেন, অমনাগত সন্তানের সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা যৌন বৈশিষ্ট তার মায়ের জীবনযাপনের উপর নির্ভর করে৷

যুক্তরাজ্যের অ্যামস্টারডাম বিশ্ববিদ্যাযলয়ের ৬৯ বছর বয়সী এই বিজ্ঞানী বলেছেন, বিপরীত লিঙ্গ বা একই লিঙ্গের প্রতি দুর্বলতা শিশুর মায়ের গর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়৷ অনেকে এ বিষয়ে বিভিন্ন যুক্তি দেখালেও ডিক অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন এই তথ্য৷

তবে মস্তিষ্ক বিশেষজ্ঞেরা বলছেন, ধুমপান বা সিনথেটিক হরমোন মেয়েদের সমকামী বা উভকামী হওয়ার মানসিকতা গড়ে তোলে৷জন্মের আগেই নিকোটিন বা অ্যাম্ফিটামিনের সঙ্গে যোগসূত্র ভাবি কন্যা সন্তানের সমকামী হওয়ার সম্ভাবনা কে বাড়িয়ে দেয় বলেই জানিয়েছেন অধ্যাপক ডিক সওয়াব৷ এমনকী গর্ভবস্থায় ধূমপান বা অ্যালকোহল জাতীয় কোন দ্রব্য সেবনে সন্তানের বুদ্ধিমত্তার উপরও প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছেন তিনি৷ – সংবাদ সংস্থা।

Leave a Reply