মাফিয়া চক্রে ফারজানা ছবি
মাফিয়া চক্রে ফারজানা ছবি
মাফিয়া চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন ফারজানা ছবি। অপরাধ জগতের একজন সক্রিয় সদস্য তিনি। বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছেন। পাঠক বাংলা টিভিতে দীপঙ্কর দীপনের ‘টক্কর’ শীর্ষক ধারাবাহিকে এমন চরিত্রে তাকে দেখা যাচ্ছে বলে জানান তিনি। এই চরিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছবি। চরিত্রটি প্রসঙ্গে ছবি বলেন, ‘এই ধারাবাহিকে আমি আফসানা ভূমিকায় অভিনয় করছি। গল্পে আফসানা জীবনের টানাপড়েনে হতাশ হয়ে পড়ে। এদিকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার খুব কাছের মানুষটি। এক সময় সে ড্রাগ সেবন শুরু করে। তারপর সেখান থেকে আফসানা মাফিয়া চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।’
এ ধারাবাহিকটি ছাড়াও ছবির আরো তিনটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিক তিনটি হলো অরণ্য আনোয়ারের ‘বন্ধু বটে’, কায়সার আহমেদের ‘রূপালী প্রান্তর’ ও বিপ্লব হায়দারের ‘মগের মুল্লুক’। এ ধারাবাহিকগুলোতেও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলে এই অভিনেত্রীর ভাষ্য। প্রতিটি চরিত্রের জন্য দর্শকদের কাছ থেকে বেশ সাড়াও পাচ্ছেন তিনি। ব্যতিক্রমী চরিত্রে তাকে উপস্থাপনের জন্য তিনি নির্মাতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে ছবি বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু থেকেই নির্মাতারা আমাকে নিয়ে বৈচিত্র্যময় চরিত্রে ভাবেন। তাদের কারণে আমাকে এখন পর্যন্ত একই চরিত্রে দু’বার অভিনয় করতে হয়নি। এটি আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি।’ তিনি আরো বলেন, ‘প্রচার চলতি ধারাবাহিকগুলোতেও আমাকে ব্যতিক্রমী সব চরিত্রে দেখা যাচ্ছে। বন্ধু বটে ধারাবাহিকে আমি একই চরিত্রে তিনটি রূপ ধারণ করছি। এটি অনেক বড় একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রে আমি কখনো ইংরেজিতে কথা বলছি। কখনো শুদ্ধ বাংলায়। এছাড়া কোনো কারণে আমি উত্তেজিত হয়ে পড়লে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলছি। মজার তথ্য হলো আমি নিজেও নোয়াখালীর মেয়ে।’