মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে: রিজভী

28/10/2013 11:04 amViews: 9

Rizviপ্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ডাকা হরতাল দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এমন দাবি করেন তিনি।

এদিকে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পরবর্তীতে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

রিজভী বলেছেন, রবিবার হরতাল চলাকালে পুলিশ এবং সরকারদলীয় ক্যাডাররা হরতাল সমর্থকদের ওপর নির্যাতন নিপীড়ন করেছে।

তিনি বলেন, শত বাঁধা সত্ত্বে সারাদেশে জেলায় জেলায় মানুষ রাস্তায় নেমে এসেছে।

এদিকে হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply