মানুষ পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড থেকে সরে এসেছে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এখন আমাদের আচরণের পরিবর্তন হয়েছে। গাছ কাটাসহ পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড থেকে মানুষ সরে এসেছে। এতে বাংলাদেশের বনভূমির পরিমাণ বেড়েছে।
বৃহস্পতিবার সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রেজিস্ট্রারি মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এর আগে অর্থমন্ত্রী বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন। মেলায় ৪০ স্টল অংশ গ্রহণ করেছে।
অর্থমন্ত্রী বলেন, সিলেট শহরে খালি জায়গা বা পার্ক নেই। চলতি বছরের মধ্যে ৪৬ একর বিশিষ্ট বর্তমান কেন্দ্রীয় কারাগারের জায়গা খালি হবে। সেখানে ৩টি পুকুর রয়েছে। এই পুকুরগুলো পরিবেশের জন্যই সংরক্ষণ করতে হবে। একটি পুকুরকে কেন্দ্র করে মিনি চিড়িয়াখানা করা যেতে পারে। সিলেটের মানুষ ও সিলেটে আগত পর্যটকরা এই চিড়িয়াখানাকে বিনোদনের কেন্দ্র হিসেবে গ্রহণ করতে পারে।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম।