মানুষ খুন সভ্য রাজনীতি নয়: তোফায়েল
প্রতিবেদক: শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতির নামে হানাহানি-মারামারি, চলন্ত গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ খুন করা, মানুষকে জখম করা কোনো সভ্য রাজনীতি হতে পারে না।
রবিবার দুপুরে ভোলায় নিজ বাসায় দলীয় কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিবিদদের দয়ামায়া থাকা প্রয়োজন। কিন্তু এরা নির্বিচারে গাড়িচালক, রিকশাচালক ও পথচারীদের পুড়িয়ে মারছে। আশা করি বিএনপি এই নিষ্ঠুর কাজ থেকে বিরত থাকবে।
তিনি বলেন, যথাসময়ে নির্বাচন অবশ্যই হবে। আমরা চাই সব দলের অংশগ্রহণের মাধ্যমে সংবিধানভিত্তিক সুষ্ঠু নির্বাচন হোক। তবে নির্বাচন কমিশন বারবার ঘোষণা দিয়েছে, বিএনপি জোট যদি নির্বাচনে অংশ নেয় তা হলে সময়সূচি পরিবর্তন করবে। আমরা মনে করি, বিএনপির এ সুযোগ গ্রহণ করা উচিত।