মানুষের পেটে ক্ষুধা সরকার দেখায় পদ্মা সেতু ও ফ্লাইওভার :মান্না
মানুষের পেটে ক্ষুধা সরকার দেখায় পদ্মা সেতু ও ফ্লাইওভার :মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এদেশের মানুষকে এখন পেঁয়াজ, আদা, লবণ, তেল কিনতে গিয়ে দাম নিয়ে চিন্তা করতে হয়। সরকার টেলিভিশনে পদ্মাসেতুর স্প্যান দেখিয়ে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমার পেটে খিদের আগুন, আমার জীবন ওষ্ঠাগত। ওনারা শুধু পদ্মাসেতু আর ফ্লাইওভার দেখান।
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, কৃষক দল নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।