মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে সরকার : ফখরুল
প্রতিবেদক : বিরোধী দলের আন্দোলন দমনেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবস্থাটা এমনি যে ঘরের সবগুলো জানালা বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশের মানুষ এক শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে, কেউ কথা বলতে পারবে না, প্রতিবাদ জানাতে পারবে না।’ তিনি বলেন, ‘এভাবে তারা মানুষের কথা বলা এবং প্রতিবাদ জানানোর স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে,’
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে দেশ মাতৃক পরিষদ নামের একটি সংগঠন। রবিবার থেকে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে শনিবার পুলিশের সিদ্ধান্ত জানানোর পর এ প্রতিক্রিয়া জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়েছে। একদিকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা ও রক্ষার কথা বলছেন। নির্বাচনকালীন সময়ে দলীয় সরকারের অধীনে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিচ্ছেন। অন্যদিকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন।”
তিনি বলেন, ‘সেই যেন হীরক রাজার দেশের অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এই সরকার।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, ‘এ থেকে বোঝা যায়, সরকারের ভেতরে গণতন্ত্রের লেশমাত্র নেই। আমরা মনে করি, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক হলে, আজকে সভা-সমাবেশের ওপর পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করত না।’
তিনি বলেন, ‘গণদাবি নির্দলীয় সরকারের পক্ষে বিরোধী দল যেন আন্দোলন করতে না পারে, গণঅভ্যুত্থান সৃষ্টি করতে না পারে, সেজন্য সরকার পুলিশ দিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করছে।’
রবিবার ঢাকায় সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনটির নেতাদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, ‘এসব করে কোনো লাভ হবে না। ইতিহাস থেকে শিক্ষা নিন। এহেন তত্পরতার জবাব আন্দোলনে দেওয়া হবে।’
সংগঠনের সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, কল্যাণ পাটির্র চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাংসদ রাশেদা বেগম হীরা, আইনজীবী তুহিন মালিক, মত্স্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান বক্তব্য রাখেন।