মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করবে পুলিশ

17/08/2015 4:56 pmViews: 6
মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করবে পুলিশ

মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন-২০১৫ এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়েছে।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধন করে সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন এর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তের এখতিয়ার পাবে পুলিশ। মাদক চোরাচালান-সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কাস্টমস-সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া ক্ষেত্র বিশেষে যৌথ তদন্তের ব্যবস্থা থাকবে। তবে প্রশাসনিক ঘুষ ও দুর্নীতির অভিযোগ আগের মতোই তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Leave a Reply