মানবিক বিবেচনায় কিছু রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হচ্ছে

24/11/2016 6:51 pmViews: 6
মানবিক বিবেচনায় কিছু রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হচ্ছেমানবিক দিক বিবেচনায় কিছু রোহিঙ্গাকে বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করতে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেন, বিজিবি সদস্যদের কাছে এমন কিছু রোহিঙ্গা শিশু ও নারী ধরা পড়ে, যাদের মানবিক কারণে ফেরত দেয়া সম্ভব হয়না। তাই তাদের আমরা সীমান্তের মধ্যে ঢুকতে দিচ্ছি। তবে আমাদের বিজিবি সদস্যরা সার্বক্ষণিক পাহারা দিয়ে যাচ্ছেন যেন কোনো রোহিঙ্গা সীমান্তের মধ্যে ঢুকতে না পারে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যাদের ঢুকতে দেয়া হচ্ছে তাদের কোনোভাবেই শরণার্থী হিসেবে রেজিস্ট্রেশন করা হবে না।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত মাস থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হামলা চালাচ্ছে। সেখানে গণমাধ্যমকর্মীসহ আন্তর্জাতিক ত্রাণকর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না। এ হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এ বিষয়ে মিয়ানমারকেও কড়া জবাব দিয়েছে বাংলাদেশ।

Leave a Reply