‘মানবপাচার রোধে ট্রাইব্যুনাল করার প্রস্তাব’
‘মানবপাচার রোধে ট্রাইব্যুনাল করার প্রস্তাব’

মানবপাচার রোধে দেশের সাত বিভাগে সাতটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয়। বুধবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠিয়েছি। বিদ্যমান আইনে এ ট্রাইব্যুনাল পরিচালিত হবে। প্রস্তাব করার কারণ, বিভাগে বিচার হলে ভিকটিমদের বিচার পাওয়া সহজ হবে। সিন্ডিকেটের কারণে যেসব জায়গায় অপরাধ হয় সেসব জায়গায় (জেলায়) বিচার হলে ভিকটিমদের অভিযোগ প্রমাণ নাও হতে পারে। আমার মনে হয় বিভাগে করলেই বিচার পাওয়া সহজ হবে। আইনমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল না হয়, ততক্ষণ পর্যন্ত নারী ও শিশু ট্রাইব্যুনালে বিচার হবে। আইন কার্যকরে বিধিও করা যাবে।