মানবতাবিরোধী অপরাধ মামলায় হবিগঞ্জের রাজ্জাক গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কাগাবলা ইউনিয়নের আথানগিড়ি পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাজ্জাক দেশ ছেড়ে পালানোর উদ্দেশ্যে সেখানে গিয়ে আত্মগোপন করে। গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ ওই পাহাড়ে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করে।
সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানান ওসি নির্মলেন্দু চক্রবর্তী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রাজ্জাক ছিলেন রাজাকার বাহিনীর সদস্য। তিনি ও তার দুই চাচাত ভাই রাজাকার বাহিনীর সদস্য হিসাবে একাত্তরে বানিয়াচং এলাকায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো মানবতারিবোধী অপরাধ ঘটান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
গত রোববার এ মামলায় রাজ্জাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার দুই চাচাত ভাই মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমানকে আগেই এ মামলায় গ্রেফতার করা হয়েছে। মহিবুর রহমান (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান (৬০) ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।