মাদ্রাসা থেকে জঙ্গিবাদ তৈরি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

29/02/2016 11:49 amViews: 6
মাদ্রাসা থেকে জঙ্গিবাদ তৈরি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
 
মাদ্রাসা থেকে জঙ্গিবাদ তৈরি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদ্রাসা থেকে জঙ্গিবাদ তৈরি হয় না। দেশের কাওমী, আলিয়া ও ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে সঠিক ইসলাম শিক্ষা দেয়া হয়। এখান থেকে জঙ্গিবাদ তৈরি হওয়ার প্রশ্নই উঠেনা।
রবিবার বিকালে লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং সেল ও জেলা ইমাম সমিতির উদ্যোগে জেলা স্টেডিয়াম মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০ দলীয় জোটের দোসর জামায়াতে ইসলামী অতীতে যে সব জ্বালাও পোড়াও করেছে, দেশের আলেম সমাজকে নিয়ে আমরা তা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও তারা ঐসব কর্মকাণ্ড করতে চাইলে আমরা আলেম সমাজকে নিয়ে তা মোকাবিলা করতে সক্ষম হবো।
উপস্থিত আলেম ওলামাদের তিনি আস্বস্ত  করে বলেন, এ সরকার আলেম ওলামাবিরোধী নয়। এ সরকার আলেম ওলামাদের পক্ষের সরকার। বর্তমান প্রধানমন্ত্রী ইসলাম বিরোধী কোন আইন করেনি।আলেম ওলামাদের সঠিক পদক্ষেপের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঘুড়ে দাঁড়াতে পেরেছি। তা না হলে আমাদের দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মত সন্ত্রাসী ও জঙ্গিবাদের কবলে পতিত হতো। বঙ্গবন্ধুর ডাকে আমরা দেশ স্বাধীন করেছি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহাজান কামাল, লক্ষ্মীপুর-৪ কমলনগর-রামগতি আসনের সংসদ সদস্য আবদুল্যা আল মামুন, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, স্বরাষ্ট্র মন্ত্রীর সফর সঙ্গী শিল্পপতি আনোয়ার হোসেন খাঁন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ইমাম সমিতির সভাপতি মাও. হারুন আল মাদানী, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসেন আজাদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে আনোয়ার খাঁন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন খাঁন জেলার আইন শৃংখলা উন্নয়নে লক্ষ্মীপুর সদর থানা ও রামগঞ্জ থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ২টি গাড়ি এবং জেলা ইমাম সমিতি ও জেলা কমিউনিটি পুলিশিংকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করেন। এর আগে দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউজে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন।

Leave a Reply