মাদ্রাসায় জাতীয় সংগীত না হলে ব্যবস্থা
মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা, স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক। এটা যদি কোনো প্রতিষ্ঠান না করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া যেসব মাদ্রাসায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হয় বলে অভিযোগ উঠেছে তা তদন্ত করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা-শিক্ষাকে আরো আধুনিক ও উন্নত করতে সব ধরনের সুযোগ-সুবিধা দেবে সরকার। ইসলামিক চিন্তাধারায় মাদ্রাসা-শিক্ষাকে আধুনিকায়ন করবে সরকার।