মাদরাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না : শিক্ষামন্ত্রী

24/07/2016 8:04 pmViews: 5

নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)

শিক্ষ‍ামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদরাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না। কারণ, মাদরাসা যে জঙ্গি তৈরি করে এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। বরং ধনীর ছেলেরা যেখানে পড়ে, সেখানে (বিশ্ববিদ্যালয়গুলোতে) জঙ্গিদের দেখা গেছে।

আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদরাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিদের উত্থান যেকোনো জায়গায় হতে পারে। তবে যেখানেই উত্থান হোক না কেন তা প্রতিরোধ করতে হবে। মাদরাসা শিক্ষক ও অভিভাবকদের নিয়ে জঙ্গিবিরোধী কমিটি গঠন করার আহবান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দেয়া যাবেনা জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদেরকে ইসলাম সম্পর্কে ভালোভাবে সঠিকটা জানান। কোনোভাবেই যেন তারা ভুল পথে পরিচালিত না হয়। শিক্ষার্থীদের মানবতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও ইতিহাস ঐতিহ্যের শিক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, মাদরাসায় অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। অন্যথায় অন্যায় হবে। এছাড়া অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, ইসলামিক আরাবিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ আহসানউল্ল্যাহ, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply