মাদক মামলায়ও নাসিরের জামিন, ‘কারামুক্তিতে বাধা নেই’
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামিনের পর এবার মাদক মামলায়ও জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
ফলে তার কারামুক্তিতে আর বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী জুলফিকার আলী হায়দার।
বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম পাঁচ হাজার টাকা মুচলেকায় মাদক মামলায় নাসিরের জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় নাসির ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি জামিন পান।
গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি।
মামলার পর গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার হওয়া মামলার ব্যাপারে রাজধানীর বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা করে পুলিশ।
এর আগে, গত ১৩ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একটি ক্লাবে তাকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চান পরীমণি। পরে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন।