মাদক ব্যবসায়ীকে ধাওয়া, র‌্যাবের গাড়িচাপায় নিহত ২

21/06/2015 12:24 pmViews: 4
মাদক ব্যবসায়ীকে ধাওয়া, র‌্যাবের গাড়িচাপায় নিহত ২

 ২১ জুন, ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর গাড়ি তাড়া করতে গিয়ে র‌্যাবের গাড়ির নিচে চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইব্রাহিম (২০) ও ইয়াসিন (১৮)। আহত হয়েছেন সাইফুল (২৬) নামে আরো এক পথচারী। নিহত ইব্রাহিম সদর উপজেলার সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে ও ইয়াসিন একই গ্রামের সনো মিয়ার ছেলে।

শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে র‌্যাবের একটি টহল দল এক মাদক ব্যবসায়ীর গাড়িকে ধাওয়া করে। কিন্তু মাদক ব্যবসায়ীর গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যাবের গাড়িটি নন্দনপুর পারুলিয়া পাড়া এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে পথচারী ইব্রাহিম ও ইয়াসিনের মৃত্যু হয়। আহত হয় সাইফুল নামে আরো এক পথচারী।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় নন্দনপুরের দুদিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সেখান থেকে উত্তর দিকে বিশ্বরোড মোড় এবং দক্ষিণ দিকে ঘাটুরা মোড় পর্যন্ত শতশত গাড়ী আটকা পড়ে। দশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের মধ্যে পড়েন হাজার হাজার মানুষ। রোজার দিনে অসহনীয় দূর্ভোগে পড়ে তারা।

সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস রাত ১০টায় ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply