‘মাদক নিতে গিয়েই আমিনবাজারে ৬ ছাত্র খুন হয়েছিল’, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম

07/02/2014 7:24 amViews: 9

 

 

ঢাকা : সাভারের আমিনবাজারে মাদক নিতে গিয়েই ছয় ছাত্র খুন হয়েছিল বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারে শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র মিলনায়তনে মাদকবিরোধী সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা পুলিশ এ সভার আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, মাদক সেবন করতে গিয়ে ওই ছাত্ররা গণপিটুনিতে মারা যায়। দুঃখজনক হলেও সত্য যে, গণমাধ্যম এ বিষয়টিকে সঠিকভাবে তুলে ধরেনি। তাহলে মাদকের কুফল নিয়ে সবাই সচেতন হতো।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ জুলাই শবে-বরাতে আমিনবাজারের বড়দেশী গ্রামসংলগ্ন কেবলার চরে পিটিয়ে হত্যা করা হয় মিরপুর সরকারি বাঙলা কলেজের তিন ছাত্রসহ ৬ কলেজ ছাত্রকে।

আর এ সংক্রান্ত মামলাটির তদন্তভার থানা পুলিশ, সিআইডি ঘুরে এখন উচ্চ আদালতের নির্দেশে র‌্যাবের হেফাজতে রয়েছে। তারা দীর্ঘ তদন্ত শেষে ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিটও দাখিল করে। মামলাটি এখনও জজ আদালতে বিচারাধীন।

সভা শেষে মন্ত্রী জানান, পাঁচ বছর মেয়াদ পূর্তির একদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামবে না। এ সময় তিনি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটনার কোনো ক্ষমতা বিএনপির নেই  বলেও মন্তব্য করেন।

Leave a Reply