মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছে, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক বা যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার সকাল সাড়ে নয়টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীও কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। ২৬ জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল- ‘আসুন, আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্তার বিকাশ নিশ্চিত করি’
অধিদপ্তরের মহাপরিচালক মো. বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য টিপু মুন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা মাদক উৎপাদন করি না। পাশ্ববর্তী দেশগুলো থেকে আমাদের দেশে মাদক আসে। অর্থলোভী কিছু লোক এই ব্যবসায় জড়িত। আমরা যদি মাঠে ময়দানে কাজ করি তবে অবশ্যই আমাদের দেশকে মাদকমুক্ত করতে পারব। পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গেও মাদকদ্রব্যের অবৈধ পাচাররোধে আলোচনা চলছে।’
তিনি বলেন, ‘মাদকাসক্তরা আমাদেরই সন্তান। তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা সকলেই যদি পিতা, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তি হিসেবে মাদককে ‘না’ বলি তবে আমাদের দেশকে অবশ্যই মাদকমুক্ত করতে পারব।’
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ তিনটি বিভাগে অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন।
এর আগে সকাল আটট থেকে নয়টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রেস ক্লাব থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত একটি র্যালি বের হয়।