মাঠে নামছে ‘গণতন্ত্র রক্ষা কমিটি’ বাড়ছে বিরোধী দূর্গে আতংক

30/10/2013 6:32 pmViews: 10

barisal mepপ্রেমানন্দ ঘরামী ॥
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নেতা-কর্মীদের সমন্ময়ে জেলা শহর থেকে উপজেলা, ইউনিয়ন, পৌর এলাকাসহ প্রতিটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘গণতন্ত্র রক্ষা কমিটি’। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামি ১ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচী উপলক্ষ্যে প্রতিটি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালনের মধ্যদিয়ে এ কমিটির আত্মপ্রকাশ ঘটবে। আগামি দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ কমিটির সদস্যরা আওয়ামী লীগ, মহাজোটের অন্যান্য শরীক দল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে গণতন্ত্র ধ্বংষের নামে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য একনিষ্ঠ ভাবে মাঠে কাজ করবেন। গণতন্ত্র রক্ষা কমিটি গঠন ও মাঠে নামার সংবাদে বিরোধী জোটে চরম আতংক দেখা দিয়েছে। গণতন্ত্র রক্ষা কমিটির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নবগঠিত কমিটির একাধিক সভাপতিরা জানান, জঙ্গী ও তালেবানী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত রয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের গৌরনদী উপজেলা শাখার আহবায়ক সৈকত গুহ পিকলু জানান, যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াত-শিবির বিএনপির কাঁধে ভর করে এ দেশকে জঙ্গী ও তালেবানী রাষ্ট্র বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। ফলশ্র“তিতে দেশের মধ্যে তারা একের পর এক বোমা হামলাসহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। রাজপথে তাদের সকল নৈরাজ্যকর পরিস্থিতির দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আজ জোট বেঁধেছে মাঠে নেমেছেন। জেলার মুলাদী, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝাড়া, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে প্রতিটি উপজেলায় ‘গণতন্ত্র রক্ষা কমিটি’ গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান জানান, ইতোমধ্যে তার এলাকায় মহাজোটের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সমন্ময়ে গণতন্ত্র রক্ষা কমিটি গঠনের কাজ প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ নভেম্বর কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বিক্ষোভ কর্মসূচী পালনের মধ্যদিয়ে নবগঠিত গণতন্ত্র রক্ষা কমিটির সদ্যরা রাজপথে থাকবেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি জানান, যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংষ করার গভীর ষড়যন্ত্র করছে, যারা এদেশের সংবিধানকে অমান্য করে নির্বাচন বানচালের চেষ্ঠা করে সাধারন জনগনের জানমাল নিয়ে ছিনিমিনি খেলার জন্য মাঠে নেমেছে, তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করাসহ জনতার সামনে তাদের মুখোশ উন্মোচন করার জন্যই কেন্দ্রের নির্দেশে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে ‘গণতন্ত্র রক্ষা কমিটি’ গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামি দশম জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ কমিটির সদস্যরা স্বাধীন দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য একনিষ্ঠ ভাবে মাঠে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে বরিশালের অধিকাংশ উপজেলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘সংগ্রাম পরিষদ’ এখন চূড়ান্ত ভাবে গঠন করা হয়নি। বিএনপির একাধিক নেতারা জানান, আন্দোলন সংগ্রামসহ সরকারের একতরফা নির্বাচন প্রতিহত করার জন্য কেন্দ্রের নির্দেশে প্রতিটি জেলা, উপজেলায় ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেয়া হয়। গত ২৫ অক্টোবরের মধ্যে সংগ্রাম পরিষদ গঠন প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেয়া সত্বেও বরিশালের কোন উপজেলায়ই এখনো চূড়ান্ত ভাবে সংগ্রাম পরিষদ গঠনের খবর পাওয়া যায়নি।

Leave a Reply