মাটির সঙ্গে মিশিয়ে না দেয়া পর্যন্ত কিয়েভ দখল করতে পারবে না রাশিয়া: জেলেনস্কি
মাটির সঙ্গে মিশিয়ে না দেয়া পর্যন্ত কিয়েভ দখল করতে পারবে না রাশিয়া: জেলেনস্কি

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশিয়ান সেনারা রাজধানীর ২৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। সেখান থেকেই হামলা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, যতদিন যুদ্ধবিরতির সম্ভাবনা আছে ততদিন জনগণকে বাইরে বের করে আনতে চেষ্টা করবো। প্রেসিডেন্সিয়াল মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক উদ্যোগে সংলাপ চলছে। আজও ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনকলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।