মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারনে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে শতাধিক যানবাহন নিয়ে মাঝ নদিতে আটকে আছে ১০ টি ফেরি।
শুক্রবার রাত সোয়া ১১ টায় থেকে এ ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে পৌনে ১০ টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় হয়।
মাওয়া ঘাট সূত্রে জানাযায়, কুয়াশার কারনে এ নৌরুটের চরজানাযা পয়েন্টে শতাধিক যানবাহন নিয়ে ছোট-বড় ১০ টি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে। ফলে উভয় পারে আটকে আছে ৬শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পরেছে যাত্রীরা।
মাওয়া প্রান্তের বিআইডাব্লউটিসির এসিসট্যান্ট ম্যানেজার (বানিজ্য) চন্দ্র শেখর জানান, এ নৌ-রুটের চরজানাযা পয়েন্টে ছোট-বড় ১০টি ফেরি আটকে আছে। এর মধ্যে রোরো ফেরি রুহুল আমিন, কেটাইপ ফেরি, মিডিয়াম ফেরি, ফ্রাট ফেরি টাপলুসহ আরো কয়েকটি।