মহেশখালীর শামসুদৌহা গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার শামসুদৌহা (৬৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রোববার সকাল ৯ টায় মহেশখালীর বড়ডেইল পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, জানান, তার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মহেশখালীর মৌলভী জাকারিয়া ও কারান্তরীণ প্রাক্তন সংসদ রশিদ মিয়ার অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক অন্যান্যরাসহ শামসুদৌহাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হবে।