মহীউদ্দিন আলমগীরের ছেলের খালাসের রায় বাতিল
সম্পদের হিসাব সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীদউদ্দিন খান আলমগীরের ছেলে জয় আলমগীরের হাইকোর্টের খালাসের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
আপিল বিভাগের এই আদেশের ফলে নিম্ন আদালতে জয় আলমগীরকে দেয়া তিন বছরের সাজা বহাল রইল। আইন অনুযায়ী, সাজা বহাল থাকায় জয় আলমগীরকে আত্মসমর্পণ করে নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে বলে জানিয়েছেন দুদক কৌসুলী সৈয়দ মামুন মাহবুব।
সম্পদ সংক্রান্ত মামলায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জয় আলমগীর ও তার ভাই জালাল আলমগীরকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। ইতোমধ্যেই জালাল আলমগীর মৃত্যুবরণ করায় তার মামলাটি অকার্যকর ঘোষণা করেছে আপিল বিভাগ।
নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন ড. মহীউদ্দিন আলমগীর। রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট নিম্ন আদালতের সাজার রায় বাতিল করে জয় আলমগীরকে খালাস দেয়। দুদক খালাসের ঐ রায়ের বিরুদ্ধে আপিল করে। শুনানি নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে জয় আলমগীরকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আপিল বিভাগ।