মহিলা আসন নিয়ে প্রধানমন্ত্রী, সবাই মনোনয়ন না পেলেও পিঠা পাবেন
ঢাকা: আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী বাছাই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সবাইকে মনোনয়ন দিতে পারব না। তবে শীতের পিঠা খাওয়াতে পারব।”
রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের সংরক্ষিত ৩৬টি নারী আসনের বিপরীতে ৮২২ জন আবেদন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। সেই পরীক্ষা আমাদের দিতে হবে। প্রতিজনের এক মিনিট করে সাক্ষাত্কার নিলেও অনেক সময় লাগবে। তাই গার্ডেন পার্টি দিলাম।”
প্রধানমন্ত্রী বলেন, “নারীর ক্ষমতায়নের কথা মুখে বললে হয় না, এটা অর্জন করে নিতে হয়। নারীদের কোথাও জায়গা ছিল না। আমরা প্রথম মহিলা স্পিকারসহ সব জায়গায় যেন আমাদের বোনদের জন্য স্থান থাকে, সেই ব্যবস্থা করে দিয়েছি।”
সংরক্ষিত আসনে মহিলা সাংসদ নির্বাচনে মাত্র ৩৬ জনকে বেছে নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পার্লামেন্টে অংশ নেয়ার জন্য আপনারা এগিয়ে এসেছেন, এটাই বড় অর্জন। রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না। যার যার এলাকায় গিয়ে কাজ করবেন।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, গওহর রিজভী, এইচ টি ইমাম প্রমুখ।