মহাসমাবেশ সফল করতে শীর্ষ আলেমদের আহ্বান

20/12/2013 8:43 amViews: 6

মহাসমাবেশ সফল করতে শীর্ষ আলেমদের আহ্বাননিউজ7 ডটকম : দেশে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠাসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলাম ঘোষিত ২৪ ডিসেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশ সফল করার জন্য দেশের সর্বস্তরের তাওহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেম ও হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো বিবৃতিতে তারা বলেন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুসলমানের ঈমান। মহানবী (সা.) এর আবির্ভাবের উসিলায় সমগ্র জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। মহানবী (সা.)’র শানে যারা বেয়াদবী ও কটূক্তি করে তারা পশুর চাইতে নিকৃষ্ট। এক শ্রেণীর নাস্তিক্যবাদী গোষ্ঠী দেশে মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল (সা.) এর শানে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এদের প্রতিহত করা প্রত্যেক মুসলমানের নৈতিক কর্তব্য।

বিবৃতিদারা হলেন, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী, শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী, আমীরে শরীয়ত মাওলানা শাহ্ আহমদুল্লাহ্ আশরাফ, আল্লামা হাফেজ শামসুল আলম মুহাদ্দিস দারুল উলূম হাটহাজারী, শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ ও আল্লামা মুফতি মুজাফফর আহমদ পটিয়া প্রমুখ।

Leave a Reply