মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ৩ পুলিশ নিহত
ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় তিন পুলিশকর্মীকে হত্যা করেছে মাওবাদীরা। বৃহস্পতিবার সকালে এই তিন পুলিশকর্মীকে হত্যা করে মাওবাদী স্কোয়াডের সদস্যরা। গায়রাপোতি এলাকায় ঘন জঙ্গলে ল্যান্ডমাইন ফাটায় মাওবাদীরা। এই তিন পুলিশকর্মী এলাকা পরিদর্শনে বের হন। এরপরই জঙ্গল থেকে বেরিয়ে এসে তিন পুলিশকর্মীকে গুলি করে হত্যা করা হয়। খবর জিনিউজ।
২০০৯ সালে ২০০ জন সশস্ত্র মাওবাদী জওয়ানের পোশাকে এই গাদচিরোলি জেলাতেই ১৭ জন পুলিশকর্মী হত্যা করে। ক দিন আগেই মহারাষ্ট্রের সরকারি দফতরে হামলার হুমকি দেয় মাওবাদীরা। পুলিশকর্মীদের ওপর এ দিনের হামলা তারই অংশ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছর জুনে মহারাষ্ট্রের লোয়েডের ভাইস প্রেসিডেন্টসহ তিনজনকে হত্যা করে মাওবাদীরা। – See more at: