মহান আল্লাহ যে চার নারীকে মানবজাতির শ্রেষ্ঠ নারীর মর্যাদা দিয়েছেন

03/08/2015 7:41 pmViews: 27

মহান আল্লাহ যে চার নারীকে মানবজাতির শ্রেষ্ঠ নারীর মর্যাদা দিয়েছেন

ইসলাম ডেস্ক: হযরত মুহাম্মদ (সা.) মুসলিম জাহানের শেষ নবী এবং উনার উম্মতরা হলেন অন্য সকল নবীর উম্মতের চেয়েও মর্যাদাবান।(কেউ কেউ বলেন অনেক নবীর চেয়েও মর্যাদাবান)। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আল আলামিন মহানবী (সা.) দুই জন নারী উম্মত এবং অন্য নবীর দুই নারী উম্মতকে মানবজাতীর শ্রেষ্ঠ নারীর মর্যাদা দিয়েছেন।

মানবজাতির মধ্যে চার শ্রেষ্ঠ নারী হলেন, হযরত মা খাদিজা (রা.), হযরত ফাতিমা (রা.) যিনি সব যুগের নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ, হযরত মরিয়ম (রা.) এবং ফেরাউনের স্ত্রী তথা মুসা (আ.)’র মাতৃতুল্য লালনকারী হযরত মা আসিয়া (রা)। (সহিহ বুখারী শরীফ)

Leave a Reply