মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

10/06/2022 3:14 pmViews: 8

মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

 

হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন।

আজ জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময় বিভিন্ন ইসলামী সংগঠন পল্টন, বিজয়নগরসহ আশাপাশের এলাকায় মিছিল করেন। এদিকে কর্মসূচি কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ওদিকে মহানবীকে কটূক্তির প্রতিবাদে জুমা নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এসময় তারা কটূক্তিকারী নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply