মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনকে আটক ও রিমান্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ জনকে ৫ দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো: মাহফুজুর রহমান বলেছেন, ‘সরকার জামায়াতসহ দেশপ্রেমী শক্তির বিরুদ্ধে ক্রাকডাউন চালানোর অংশ হিসেবেই প্রতিশ্রুতিশীল ও পরিছন্ন রাজনীতিক, মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিজেদের অগণতান্ত্রিক চেহারা জাতির সামনে উম্মুক্ত করেছে।’
শনিবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ কথা বলেন। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বসুন্ধরা সাংগঠনিক থানা আয়োজিত ‘আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ আটজনকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি মিরপুর গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দীন ও মু. আতাউর রহমান সরকার প্রমুখ।
তিনি বলেন, ‘সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে। দেশকে মেধা ও নেতৃত্বশূণ্য করার জন্য শীর্ষনেতাদের গ্রেফতার, আটক, হয়রানি করছে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের বেআইনীভাবে কারারুদ্ধ করে রেখেছে। সেই ধারাবাহিকতায় মহানগরী আমির সেলিম উদ্দিনসহ আটক নেতাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।’