আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে দেশের মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এদিন সকাল ৯টায় কুমিল্লা মহানগর শাখার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা মহানগরের কান্দিরপাড় থেকে শুরু হয়ে টমছমব্রীজ গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল শেষে সমাবেশে মঞ্জুরুল ইসলাম বলেন, অবৈধ সরকার রাষ্ট্রের অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। আমরা চাই, বিচার ব্যবস্থা, প্রশাসন ও সরকার ব্যবস্থা আবার পুনরুদ্ধার হোক। অবৈধ সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থা থেকে নৈতিকতাকেও বাদ দেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলোকে কলুষিত করেছে। শিক্ষা ব্যবস্থায় আমাদের চাওয়া, শিক্ষা ব্যবস্থা আবার সুষ্ঠু ও সুন্দর হোক। এই সরকারকে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।
জনতার গণদাবি হলো, অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইসলামী ছাত্রশিবির গণদাবি আদায়ের যে ডাক দিয়েছে সেখানে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে জালালাবাদ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম ও সিলেট মহানগর সভাপতি। বিক্ষোভ সমাবেশে শাখার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সময় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। নগরীর কাকলীর মোড় থেকে শুরু হয়ে লঞ্চঘাট গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম। এসময় কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেন, বরিশাল মহানগর সভাপতি ও সেক্রেটারিসহ শাখার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৭ দফা দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা। সকাল ৯.০০ টায় কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদকের নেতৃত্ব বিক্ষোভ মিছিলটি নগরীর নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে তিনপোল গোলাম রসুল মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। একই দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোয়ালখালি বাস স্ট্যান্ড গিয়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, মহানগর শাখা।