মহাখালীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, আহত ২
রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি বাস। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত পৌনে ১১টার দিকে একটি ট্রেন কাকলী নবকলী পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের চালক ও তার সাহায্যকারী আহত হয়েছেন। চালকের অবস্থা গুরুতর। তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনটি আসার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বনানী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে নবকলী নামে একটি বাস ফার্মগেটের দিকে যাচ্ছিল। হঠাত্ করে বাসটি মহাখালী রেললাইনের উপর থেমে যায়। পরে যাত্রীরা সবাই নেমে গেলেও বাসটিকে সড়ানোর জন্য চালক চেষ্টা করছিলেন। এ সময় একটি ট্রেন বাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে পাশের দোকানের উপর গিয়ে পড়ে। এতে বাসের চালক ও তার সাহায্যকারী সামান্য আহত হয়েছে।