মসুলে থাকা আইএস যোদ্ধাদের মরতে হবে: মার্কিন দূত
ইরাকের মসুল নগরীতে লুকিয়ে থাকা ইসলামিক স্টেট তথা আইএস যোদ্ধারা মারা পড়বে। নগরী থেকে বেরুনোর সর্বশেষ সংযোগ পথ বিচ্ছিন্ন করে দেয়ার পর আইএস বিরোধী জোটের সিনিয়র মার্কিন কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, আইএস ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দখল করে নেয়। কিন্তু মাসব্যাপী অভিযান চালিয়ে ইরাকি বাহিনী শহরটির একটি বড় অংশ পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পূর্বাঞ্চলের পর ইরাকী বাহিনী ৫ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সহায়তায় শুরু হওয়া সর্বশেষ অভিযানে আইএসকে স্থানীয় সরকারের সদর দপ্তর ও বিখ্যাত মসুল জাদুঘরসহ গোটা পশ্চিমাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করছে।
রোববার বাগদাদে ম্যাকগার্ক সাংবাদিকদের বলেন, কাল রাতে ইরাকী বাহিনীর নবম ডিভিশন মসুল থেকে বেরুনোর শেষ পথটিও বন্ধ করে দিয়েছে। এখন মসুলে যেসব আইএস জঙ্গি রয়েছে তাদের মরতে হবে। কারণ তারা আটকা পড়েছে।
তিনি বলেন, ‘আমরা কেবল মসুলে তাদের হারাতেই চাই না, বরং নিশ্চিত করতে চাই একজনও যেন শহরটি ছেড়ে পালাতে না পারে।’
ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিসের স্টাফ মেজর জেনারেল মান আল সাদি বলেন, এখন মসুলের পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশের বেশি স্থান সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এএফপি।