মসজিদে নববীর ইমাম মোহাম্মদ আয়ুব আর নেই

17/04/2016 4:35 pmViews: 35

মসজিদে নববীর ইমাম মোহাম্মদ আয়ুব আর নেই

 

মসজিদে নববীর সাবেক ইমাম শেখ মোহাম্মদ আয়ুব আর নেই (ইন্না লিল্লাহে……রাজেউন)। শনিবার তাকে মদিনায় বাকি আল ঘারগহাদে দাফন করা হয়েছে। তার ছেলে শনিবার টুইটারে পিতার মৃত্যুর খবর জানান। এরপরই যোহরের নামাজের পর মসজিদে নববীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে আরও বলা হয়, শেখ মোহাম্মদ আয়ুব পবিত্র কোরআনের ওপর বিশেষভাবে অভিজ্ঞ। এ বিষয়ে তার ব্যাপক সুনাম রয়েছে। তিনি জন্মেছিলেন পবিত্র মক্কা নগরীতে। তার শিক্ষকদের মধ্যে ছিলেন মোহাম্মদ সায়েদ আল তানতাবি, মোহাম্মদ আমিন আল শানকিতি। তাকে ১৯৮০ সালে মসজিদে নববীতে ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

Leave a Reply