মন্দিরে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯
ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দাতিয়া জেলার রতনগড় মান্দুলা দেবীর মন্দিরে রবিবার পদপিষ্ট হয়ে হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, নবরাত্রি উৎসব উপলক্ষে এই মন্দিরে রবিবার হাজারো পুণ্যার্থী ভিড় করে। পুণ্যার্থীরা একটি নদী পার হয়ে মন্দিরে যাওয়ার পথে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে, পুলের একটি অংশ ভেঙে পড়েছে। এরপর শুরু হয় দৌড়াদৌড়ি। এতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে কমপক্ষে ৫০ পুণ্যার্থীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে বাকি ৩৯ জনের মৃত্যু হয়। এতে আহত হয় শতাধিক মানুষ। এ সময় পুণ্যার্থীদের ওপর পুলিশ মৃদু লাঠিপেটাও করে। পুণ্যার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। মারা যাওয়াদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ, গুরুতর আহত প্রতি পরিবারকে ৫০ হাজার এবং সামান্য আহতদের পরিবার প্রতি ২৫ হাজার রুপি আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন শিবরাজ চৌহান।