মন্ত্রীদের বেতন ১০% কমাচ্ছে মালয়েশিয়া
মন্ত্রীদের বেতন ১০% কমাচ্ছে মালয়েশিয়া
সরকারি খরচ কমানোর অংশ হিসেবে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলেন এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
পারদানা পুত্রাতে মাহাথির সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বলেছেন, ‘মন্ত্রীদের মূল বেতন থেকে এটি কর্তন করা হবে। দেশের অর্থনীতিকে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনো এই কাজ করেছিলাম।’ মাহাথির জানিয়েছেন, সরকারের বড় প্রকল্পগুলো আবারো পর্যালোচনা করা হবে। এগুলোর বাজেট কাটছাঁটের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ‘ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরস কাউন্সিল ও স্পেশাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মতো অপ্রয়োজনীয় কিছু সংস্থা বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি।
নিখোঁজ বিমান এমএইচ৩৭০ খোঁজার চুক্তি খতিয়ে দেখবে মালয়েশিয়া
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী ফাইট এমএইচ৩৭০ খুঁজতে নিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি পর্যালোচনা করা হবে জানিয়ে এর ইতিও ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
১০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এসব কথা জানিয়েছেন মাহাথির। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রীসহ ফাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়ে যায়, যা বিশ্বের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে অন্যতম হয়ে আছে। মালয়েশিয়ার সাবেক প্রশাসন চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হিউস্টনভিত্তিক বেসরকারি কোম্পানি ওশান ইনফিনিটির সঙ্গে একটি চুক্তি করেছিল, যা আগামী জুনে শেষ হবে বলে ধারণা করা হচ্ছিল। চুক্তিতে দণি ভারত মহাসাগরে নিখোঁজ বিমানটির সন্ধান পাওয়া গেলে কোম্পানিটিকে সাত কোটি ডলার দেয়ার কথা ছিল। এ প্রসঙ্গে মাহাথির বলেছেন, ‘এর (অনুসন্ধানের) বিস্তারিত, প্রয়োজনীয়তা জানতে চাই আমরা। যদি দেখি এর কোনো প্রয়োজন নেই তাহলে (চুক্তি) নবায়ন করব না। চুক্তিটি পর্যালোচনা করে দেখা হচ্ছে। দরকারি না হলে এটি বাতিল করা হবে।’
মালয়েশিয়ার ঋণের মাত্রা পর্যালোচনা করার পর সরকারি ব্যয় কমানোর পদপে নিয়েছে মাহাথিরের প্রশাসন। তার অংশ হিসেবেই চুক্তিটির বিষয়ে এ ঘোষণা এলো। গত বছর অস্ট্রেলিয়া, চীন ও মালয়েশিয়া ২০ কোটি অস্ট্রেলীয় ডলার ব্যয়ে ভারত মহাসাগরের এক লাখ ২০ হাজার বর্গকিলোমিটার এলাকায় নিষ্ফল অভিযান চালানোর পর ওশান ইনফিনিটিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল মালয়েশিয়ার প্রশাসন। ১৫ মে, সাপ্তাহিক অনুসন্ধান আপডেটে ওশেন ইনফিনিটি জানিয়েছে, তারা এ পর্যন্ত ৮৬ হাজার বর্গকিলোমিটার এলাকায় অনুসন্ধান চালিয়েছে কিন্তু উল্লেখযোগ্য কিছু পায়নি।