‘মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে চূড়ান্ত করা হবে’

10/05/2015 10:41 amViews: 9

‘মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে চূড়ান্ত করা হবে’

 

পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির  প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ এমপি। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল একমত না হলে দেশে উন্নয়ন সম্ভব নয়, এগিয়ে যাওয়াও যাবে না। গতকাল দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল আইসিটি ভবন ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী জিপিএ ৫ পাচ্ছে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূরের কথা কোয়ালিফাই করছে না। এর কারণটা কি? মেধা কোথায়? আমি তো মেধা দেখতে পাচ্ছি না। এটা নিয়ে কেউ ভাবছে না। এই সমস্যা খতিয়ে দেখতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এ সময় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম ফয়জুল হক, জাতীয় পার্টির জেলা যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply