‘মন্ত্রিসভা পুনর্গঠন হচ্ছে’

11/11/2013 8:27 pmViews: 12

ministry0000meetingপ্রতিবেদক : বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হচ্ছে না, পুনর্গঠন হচ্ছে। মন্ত্রিসভা থেকে কিছু সদস্য পদত্যাগ করছেন আর কয়েকজন নতুন যোগ হচ্ছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রীদের পদত্যাগপত্রগুলোর মধ্যে কিছু রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আর কিছু রেখে দেয়া হবে। তাদের পদত্যাগের ব্যাপারে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন জারির পরই মন্ত্রীদের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে বিবেচিত হবে।

সর্বদলীয় মন্ত্রিপরিষদে কারা থাকছেন- এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে নির্ধারণ হবে সর্বদলীয় মন্ত্রিপরিষদে কে থাকবেন আর কে থাকবেন না। বর্তমান মন্ত্রিপরিষদের সদস্যদের নতুন করে শপথ করতে হবে না। তবে যারা নতুন করে যোগ দেবেন তাদের শপথ পাঠ করানো হবে।

কতজন সদস্য নিয়ে সর্বদলীয় মন্ত্রিসভা করা হবে- এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী সর্বদলীয় মন্ত্রিসভার কথা বলেছেন। কিন্তু তিনি মন্ত্রিসভার সদস্য সংখ্যার ব্যাপারে কিছু বলেননি। সর্বদলীয় মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবেন, নতুন করে কতজন যোগ দেবেন আর পুরনোদের মধ্যে কে কে থাকবেন, সেটা একমাত্র প্রধানমন্ত্রীই জানেন। তবে সর্বদলীয় মন্ত্রিসভার আকার ছোট হবে।

সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের জানান, যতক্ষণ না পদত্যাগপত্র গৃহীত হবে ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করতে পারবেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার অনুরোধ করে বলেন, এক সপ্তাহের মধ্যে যেন সবাই পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে পদত্যাগপত্র জমা পড়তে শুরু করে। প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন। তারপর একে একে সবাই পদত্যাগপত্র জমা দেন।

Leave a Reply