মন্ত্রিসভায় উঠছে সম্প্রচার কমিশন আইনের খসড়া

তথ্যমন্ত্রী বলেন, অল্প কিছুদিনের মধ্যেই সম্প্রচার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত গঠিত কমিটি খসড়াটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন মন্ত্রণালয় সেটি যাচাই বাছাই করে দেখছে।
এ সময় তথ্যমন্ত্রী জঙ্গি দমনে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী প্রমুখ।