মনোনয়ন কর্তৃপক্ষের নাম জানাল আ’লীগ-বিএনপি-জাপা

28/11/2015 7:41 pmViews: 4
মনোনয়ন কর্তৃপক্ষের নাম জানাল আ’লীগ-বিএনপি-জাপা

 

পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী কারা তা নির্ধারণের ক্ষমতা দিয়ে মনোনয়ন কর্তৃপক্ষের নাম নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

ইসির বেঁধে দেয়া সময়সীমার শেষ দিনে শনিবার সকালে দলগুলোর পক্ষ থেকে মনোনয়ন কর্তৃপক্ষের নাম কমিশন কার্যালয়কে চিঠি দিয়ে অবহিত করা হয়।

ইসি সূত্র জানায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের প্রত্যয়ন দলটির সভানেত্রী শেখ হাসিনার হাতে। আর বিএনপির মনোনয়ন কর্তৃপক্ষ দলটির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন প্রত্যয়নের ক্ষমতা দলটির চেয়ারম্যান এইচএম এরশাদের হাতে রেখে ইসি কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে।

এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন হবে। তাই দলীয় প্রার্থীদের কে প্রত্যয়ন করবেন, তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেঁধে দেয় ইসি।

সময়সীমার শেষ দিন দলগুলোর পক্ষ থেকে প্রার্থী প্রত্যয়নের ক্ষমতাবান ব্যক্তির নাম ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো।

Leave a Reply