মনপুরা সামসুউদ্দিন চর থেকে ২মন লবন দেওয়া কাটা ইলিশ উদ্ধার

20/10/2013 7:23 pmViews: 17

-PAXP-deijE

pic-1 (2)মোঃ ছালাহউদ্দিন,মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গত কাল বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট জাদপ সরকার অভিজান পরিচালনা করে চর সামসুউদ্দন চর থেকে লবন দেওয়া প্রায় ২ পন (ককসেট ভর্তি) প্রায় ২ মন কাটা ইলিশ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত লবন দেওয়া মাছ গুলো উপজেলা নির্বাহী অফিসার আবদল্লাহ আল বাকীর বাস ভবনের সামনে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাছগুলো এতিম খানা,মাদ্রাসা বিলি করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিবেদককে জানান। অভিযান পরিচালনায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট জাদপ সরকার, মৎস্য অফিসার মোঃ আবুল বাশার,এ.এস .আই মোঃ সাবুল,উপজেলা জাতীয় মৎস্য সমিতির সম্পাদক মোঃ সুলতান আহম্মদ মাঝি। তবে অভিযান অব্যাহত থাকবে এবং আরও কয়েকটি নতুন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে বলেও উপজেলা মৎস্য অফিসার জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৬টা) এখনও উদ্ধারকৃত লবন দেওয়া কাটা ইলিশ বিতরন করা হয়নি।

Leave a Reply