মনপুরা পুজা মন্ডবে এম.পি জ্যাকবের অনুদান

13/10/2013 7:47 pmViews: 34

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা:
ভোলার মনপুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপুর্ন পরিবেশে উপজেলার ৪টি ইউনিয়নে ৮টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন পুজা মন্ডব কমিটি। দুর্গাপূজা জাতে ঝাকঝমক পূর্ন ভাবে পালন করা হয় সে জন্য সরকারী অনুদান হিসেবে প্রতিটি পুজা মন্ডবে ৫শত কেজি করে চাউল দেওয়া হয়েছে।এছাড়া ভোলা- ৪,(চরফ্যাশন-মনপুরা)আসনের সাংসদ আবদুল্যাহ আলইসলাম জ্যাকব ব্যাক্তিগত ভাবে প্রতিটি পুজা মন্ডবে ১০ হাজার টাকা করে ৮০হাজার টাকা অনুদান দিয়েছেন । গত ১২আক্টোবর রাতে হাজির হাট ইউনিয়নের হাজির হাট এ.আর.পল্লী,সোনার চর ,নায়েবের হাট,মনপুরা ইউনিয়নের সীতাকুন্ড,দুলাল মেম্বার বাড়ী,রামনেওয়াজ হরি বাড়ী এবং ১৩ অক্টোবর ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের পুজামন্ডব ও মনপুরা ইউনিয়নের কলাতলী চর পূজা মন্ডব উপজেলা আ’লীগ ও উপজেলা প্রশাসন প্ররিদর্শন করেছেন । পুজা মন্ডব পরিদর্শনের সময় এম.পি জ্যাকবের অনুদানের চেক বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ আহবায়ক আলহাজ্ব নজির আহম্মদ মিয়া,উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল বাকী,উপজেলা আ’লীগ যুগ্ন আহবায়ক মিসেস সেলিনা আক্তার,২নং হাজির হাট ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক,৩নং সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্যাহ কাজল,১নং মনপুরা চেয়ারম্যান মোঃআলাউদ্দিন হাং,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ ভুইয়া,ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,যুবলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন মজনু ফরাজী,উপজেলা যুবলীগ সম্পাদক মোঃ মনিরুজ্জমান মনির,সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ নিজামউদ্দিন হাংসহ উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply