মনপুরা ও তজুমদ্দিনে ১৪ জেলের কারাদ-
ছালাউদ্দিন, মনপুরা ও শরীফ আলামিন, তজুমদ্দিন: ভোলার মনপুরা ও তজুমদ্দিনে রবিবার সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মেঘনা থেকে ইলিশ মাছ ধরার সময় ৩টি ট্রলাসহ ১৪ জন জেলেকে আটক করে প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা অনাদায় ১ মাস জেল দেওয়া হয়েছে।
মনপুরা উপজেলা প্রশাসন¡ অভিযান চালিয়ে মনপুরার মেঘনা থেকে ৩ ট্রলার ৮ জেলেকে আটক করে। এ সময় ট্রলারথেকে ১১শত মিটার জাল জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের প্রত্যেকের ৫হাজার টাকা করে জরিমানা অনাদায় আরো ১ মাসের জেল ও জব্দকৃত ট্রলার পুলিশ হেফাজতে এবং জাল পুড়িয়ে ফেলার দেওয়ার আদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট আবদুল্যাহ আল বাকী ।
দ- প্রাাপ্ত জেলেরা হলেন মোঃ নুরমোহাম্মদ (২৪), মোঃজুয়েল(৩০), মোঃশাহাবউদ্দিন(৪৬), মোঃকামাল(২৮), মোঃ শামসুউদ্দিন( ২৬), মোঃরফিজল মাঝি(৪৮),মোছলেহউদ্দিন(৪৬),মোঃ মালেক মাঝি (৩৮)।
এ দিকে তজুমদ্দিন উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক ১ হাজার মিটার জাল ও নৌকা জব্দ করেছে। পরে আটককৃতদের ভ্রম্যমান আদালত জেল জরিমানা প্রদান করেন। অভিযানের সময় উপজেলার ৫ টি বরফ মিল সিলগালা করা হয়েছে। আটককৃতদের মধ্যে মোঃ হানিফ (৪০), হুমায়ুন কবির (৩০), আবু তাহের (২০), মোঃ করিম (২০) ও মোঃ মিরাজ মুন্সিকে (১৮) ১ বছরের বিনা শ্রম কারাদন্ড ও সবুজ মোল¬াকে (১৮) ৫ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করেন ভ্রম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামান|