মনপুরায় ৩ হরিণ শিকারী বন্দুকসহ গ্রেফতার

05/10/2013 11:31 amViews: 17

ছালাউদ্দিন, মনপুরা ॥ ভোলার মনপুরা উপজেলার মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন ঢালচর থেকে শুক্রবার  বিকেলে  সাজ্জাদুর রহমান (৩৬), রোমিও  নিকোলাস গমেজ (৪৫) ও সৈয়দ মকছুদুল হক(৪২) নামের ৩  হরিণ শিকারীকে  বন্দুকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।  শনিবার  সকালে তাদেরকে ৫৪ ধারায় ভোলা কোটে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার কৃত সাজ্জাদুর রহমানের  বাড়ী ৩৬/৯ আরখান চৌধুরী রোড, থানা পাড়া ,কুষ্টিয়া। রোমিও নিকোলাস গমেজ বাড়ী ৩/৫ আসাদ এভিনিউ ,ব্লক ৫,মোহাম্মদপুর,ঢাকা এবং সৈয়দ মকছুদুল হক ঠিকানা ৩৫/৪পুর্ব নাখাল পাড়া,তেজগাও ,ঢাকা। তাদের কাছ থেকে লাইসেন্সকৃত ১টি দোনালা বন্দুক, ১টি এক নালা বন্দুক , ১টি পিস্তল , ১০১ রাউন্ড বন্দুকের গুলি ও ২২ রাউন্ডল পিস্তলের গুলি জব্দ করা হয়েছে ।
মনপুরা থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, হরিণের চারণ ভুমি খ্যাত মনপুরার বনে ৩ জন অপরিচিত ব্যাক্তিকে বন্দুকসহ ঘুরতে দেখে হরিণ শিকারী সন্দেহ করে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে  পুলিশ তাদের আটক করে। আটককৃতরা সন্তোষজনক জবাব দিতে না পাড়ায় এবং তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় ৫৪ ধারায় তাদেরকে কোটে প্রেরণ করা হয়েছে।
ভোলার প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভুমি মনপুরা। হরিনের চারণ ভুমি খ্যাত উপজেলার বিভিন্ন চরাঞ্চলগুলো। এসব চরাঞ্চলে হাজার হাজার হরিন অবাধে বিচরণ করে। হরিণের চারণ ভুমি খ্যাত এসব চরাঞ্চলে এক শ্রেনীর প্রভাবশালী মহল প্রায় হরিণ নিধন করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।  গ্রেফতার কৃত এ তিন ঢাকা থেকে হরিণ শিকারের উদ্দেশে মনপুরার কামাল চেীধুরী বাগান বাড়িতে অবস্থান নিচ্ছিল বলে স্থানীয়রা জানান।

Leave a Reply