মনপুরায় হরতাল বিরোধী যুবলীগের বিক্ষোভ মিছিল
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা প্রতিনিধি ॥
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বি.এন.পি যে হরতালের ডাক দিয়েছে তার প্রতিবাদে গতকাল রাত সাড়ে ৬টা উপজেলা যুবলীগের উদ্যোগে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন আ’লীগ সরকার দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। দেশের সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এ সরকার কাজ করেছে।সাধারন মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য জামায়াত শিবিরসহ বি.এন.পি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।এসব কর্মকান্ড থেকে সরে এসে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য আহব্বান জানান বক্তারা।এসময় র্যালী ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন,সহসভাতি মোঃ ছালাহউদ্দিন,সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জমান মনির,যুগ্ন সম্পাদক মোঃ জাবেদ ফরাজী,মোঃ জসিম,সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মাতাব্বর,দপ্তর সম্পাদক আবদুল্যাহ জুয়েল,হাজির হাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ফরিদউদ্দিন,সাধারন সম্পাদক ইলিয়াছ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির,মোঃ ইলিয়াছ ফরাজীসহ উপজেলা,ইউনিয়ন যুবলীগের,ছাত্রলীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।