মনপুরায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১দিনে ৩৩ জন আটক ॥ জরিমানা দিয়ে মুক্তি ॥ রাজস্ব ফান্ডে লক্ষাধিক টাকা জমা।
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা :
মনপুরার মেঘনায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ১১দিনে ৩৩জন জেলেকে আটক করেছে অভিযান পরিচালনাকারী টিম। এসময় উদ্ধার করা হয়েছে প্রায় ২মন লবন দেওয়া কাটা ইলিশ। প্রায় ১০ হাজার মিটার ইলিশ জালসহ ৬টি নৌকা ও ট্রলার। আটক জেলেদের মধ্যে ২৫জন প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
সরকার ১৩ অক্টোবর থেকে ২৩অক্টোবর ২০১৩ খ্রিঃ পর্যন্ত মোট ১১দিন মেঘনায় মা ইলিশ ধরা নিষিদ্ধ করেছে। উল্লেখিত সময়কালে সরকার ঘোষিত ও চিহ্নিত উপকুলীয় এলাকার চারটি প্রধান ইলিশ প্রজনন ক্ষেত্রসহ সারা দেশে ইলিশ মাছ আহরন,পরিবহন,মজুদ,বাজারজাতকরন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। আথচ সাধারন জেলেরা আইনের প্রতি তোয়াক্কা না করে রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁখি দিয়ে মা ইলিশ নির্বিকারে নিধন করার অভিযোগ রয়েছে। তবে ভোলার মনপুরা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের প্রথম দিন ১৩ অক্টোবর ভোর ৫টায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল বাকীর নের্তৃত্বে মা ইলিশ সংরক্ষন (অবরোধ কর্মসূচী)র অভিযান চালিয়ে মেঘনা থেকে ইলিশ মাছ ধরা অবস্থায় ৩টি ট্রলাসহ ৮জন জেলেকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন মোঃ নুরমোহাম্মদ(২৪), মোঃজুয়েল(৩০), মোঃশাহাবউদ্দিন(৪৬), মোঃকামাল(২৮), মোঃ শামসুউদ্দিন(২৬), মোঃরফিজল মাঝি(৪৮),মোছলেহউদ্দিন(৪৬),মোঃ মালেক মাঝি(৩৮)। গত ১৫ অক্টোবর অভিযান চালিয়ে ৩টি নৌকাসহ ১২জন জেলেকে আটক করেছে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট।আটককৃতহলেনমিজান(১৩),এরশাদ(১০),শাহিন(১২),রাজিব(১৩),শামিম(২০),জুয়েল(১০)রত্তনমাঝি(৩৫),জামাল(৩৭),কামাল(২৮),করিম(২০),সালাহউদ্দন(৩২),রুবেল(১৭),গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা থেকে ইলিশ মাছ ধরা অবস্থায় ৩টি ট্রলারের ৭ জেলেকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন মোঃ মহিউদ্দিন মাঝি(৩৫),আবদুর রহমান(২৭),আঃ করিম(২৫),মোঃ ওয়ারেস(২৭),মোঃ ছালাহউদ্দিন(১৮),মোঃ মফিজ মাঝি(৩০),মোঃ ওসমান গনি(২৮)। গত ১৮ অক্টোবর মেঘনায় অভিযান চালিয়ে ১জন মাঝিকে আটক করে।আটকৃত জেলে মোঃ মহিউদ্দিন(৩৫)। গত ১৯ অক্টোবর মোঃ মোক্তার (২৪)ও মামুন চৌকিদার (২০) কে অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসে।সর্বশেষ মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২১ অক্টোবর ভোর রাতে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট জাদব সরকারের নের্তৃত্বে মা ইলিশ সংরক্ষন (অবরোধ কর্মসূচী)র অভিযান চালিয়ে মেঘনা থেকে ইলিশ মাছ ধরা অবস্থায় ৩ জেলেকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন মোঃ ছালাহউদ্দিন(৪০),মোঃ হোসেন(১৬),মোঃ ইলিয়াছ(১৩)। আটককৃত সর্বমোট ৩৩ জনের মধ্যে ২৫ জন প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা অনাদায় ১ মাস জেল দেওয়া হয়েছে। অবশিষ্ট ৮ জনকে বয়স কম হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে বলে মৎস্য অফিসার জানান। ১১দিনের অভিজান প্রায় ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ২ মন লবন দেওয়া কাটা ইলিশ উদ্ধার করে এতিম খানা,মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরন করা হয়েছে।সরকারী কোষাঘরে জেলেদের জরিমানা ,বরফ,নৌকা ট্রলার নিলাম বাবদ ১লক্ষ ৩০ হাজার ৬শত টাকা জমা দেওয়া হয়েছে বলে মৎস্য অফিসার জানান। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল বাকী,উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট জাদব সরকার,উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার,এস .আই মোঃ খলিল,এ এস.আই সাবুল,উপজেলা জাতীয় মৎস্য সমিতির সম্পাদক মোঃ সুলতান আহম্মদ মাঝি।